ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১১১৫

কামাল হোসেনের চেম্বারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৩ ২৬ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ‘রুটিন কাজের অংশ হিসেবে’ সাক্ষাৎ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বুধবার দুপুর ১২টার দিকে ড. কামালের মতিঝিলের চেম্বারে ‘রুটিন কাজের অংশ হিসেবে’ নিরাপত্তার বিষয়ে ‘খোঁজ খবর’ নিতে গিয়েছিলেন তারা। সেখানে তারা প্রায় সোয়া ১ ঘণ্টা অবস্থান করেন। 

সাক্ষাৎ শেষে পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমি কোথাও গেলে আমার সঙ্গে আমার ডিভিশনের অফিসাররা থাকেন। তারা সবাই সেখানে আমার সঙ্গে গিয়েছিলেন। আমি তার সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেছি।

কামালের অফিসে পুলিশ যাওয়ার খবরে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ঐক্যফ্রন্টের আহ্বায়কের সঙ্গে দেখা করতে চান। সেজন্যই কয়েকজন পুলিশ কর্মকর্তা এসেছেন।
উপ-কমিশনার আনোয়ার ওই কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান পুলিশ কমিশনার কখন দেখা করবেন।  

পুলিশ চলে যাওয়ার পর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, “উনি (আনোয়ার) পুলিশ কমিশনারের বার্তা নিয়ে এসেছিলেন। পুলিশ কমিশনার দেখা করতে চাচ্ছিলেন। কিন্তু যানজটে আসতে পারেননি।

“উপ কমিশনার তখন জিজ্ঞেস করেছিলেন, আমাদের সভাপতির নিরাপত্তার জন্য বাড়তি কোনো ব্যবস্থা দরকার আছে কি না। আমাদের সভাপতি বলেছেন, তার প্রয়োজন নেই। তবে পুলিশ যদি মনে করে, তাহলে দিতে পারে।”